বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টায় মন্ত্রী তার গাড়িবহর নিয়ে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের রোডের বাসা থেকে রওনা হন।
নরসিংদীর ঘোড়াশাল স্টেশন থেকে একযোগে স্টেশনগুলো চালু করবেন মন্ত্রী।
মোবাইল ফোনে ফেসবুক লাইভের মাধ্যমে বাকি ৫৯টি স্টেশনের ঘোড়াশাল স্টেশন থেকেই উদ্বোধন করা হবে।
নতুন নিয়োগ পাওয়া ২৫৭ জন সহকারী স্টেশন মাস্টারের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪০ জনকে বন্ধ স্টেশনগুলোতে পদায়ন করে এগুলো খুলে দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এতে এসব স্টেশনে ট্রেন ক্রসিং নিতে পারবে। বাড়বে ট্রেনের গতি ও কমে আসবে রানিং টাইম।
রেলওয়ের ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১২টি, পাকশী বিভাগে ২৩টি ও লালমনিরহাট বিভাগে ৪টি স্টেশন চালু করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসএ/আরআর/জেডএস