ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মেয়র আনিসুলের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মেয়র আনিসুলের ডিএনসিসি মেয়র আনিসুল হক- ছবি- ডি এইচ বাদল

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বস্তিটি পরিদর্শনে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় ঘটনাস্থলে আসেন মেয়র। এ সময় তিনি বস্তিটি ঘুরে দেখেন।

শেষে উপস্থিত সাংবাদিকদের মেয়র বলেন, বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দেওয়া হবে।

বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কড়াইল বস্তির বউবাজারের বড় মসজিদ সংলগ্ন দোতলা একটি বাসায় আগুনের সূত্রপাত।

ফায়াস সার্ভিসের ১৮টি ইউনিটের কর্মীদের পাঁচ ঘণ্টার চেষ্টায় মধ্যরাতে লাগা ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল পৌনে ৮টায়।  

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
ডিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।