ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীর সেন্ট্রাল রোডে নারীর ওপর হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
রাজধানীর সেন্ট্রাল রোডে নারীর ওপর হামলা

ঢাকা: রাজধানীর সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজ এলাকায় আরিফুল নেছা আরিফা (২৭) নামে এক নারী হামলার শিকার হয়েছেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত আরিফাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল  সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতের ভাবী খাদিজা ইসলাম জানান, আরিফা থাকেন ধানমন্ডির সেন্ট্রাল রোডে।

তিনি চাকরি করেন যমুনা ব্যাংকের পল্টন শাখায়। সকালে অফিসে যাওয়ার সময় বাসার সামনে তিনি এ হামলার শিকার হন।

তিনি বলেন, রবিন নামে একটি ছেলের সঙ্গে বছর চারেক আগে খাদিজার বিয়ে হয়। মাস তিনেক আগে সে ডিভোর্স লেটার পাঠায়। হামলার ঘটনা রবিনই ঘটিয়েছে বলে আমাদের বিশ্বাস।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এজেডএস/এএটি/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।