বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে উপজেলার বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম মৌলভীবাজার জেলার বড়লেখা থানার হাটবন্ধ এলাকার তৈয়ব আলীর ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুদ্দুস মিয়া জানান, ভোরে শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম নামে ওই যাত্রী নিহত হন। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
জেডএম/