ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
রূপগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নজরুল ইসলাম (৩৩) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে উপজেলার বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম মৌলভীবাজার জেলার বড়লেখা থানার হাটবন্ধ এলাকার তৈয়ব আলীর ছেলে।

আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুদ্দুস মিয়া জানান, ভোরে শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম নামে ওই যাত্রী নিহত হন। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
জেডএম/

 

 

 

 

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।