ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জেন ডা: জেসমিন নাহার মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আরিফার ডান গলায় ধারালো অস্ত্রের আঘাত এতোটাই গভীর ছিলো যে, তার গলার রগ কেটে গেছে।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজের সামনে আরিফার ওপর হামলা হয়।
তার ভাবী খাদিজা ইসলাম বাংলানিউজকে বলেন, আরিফা থাকেন ধানমন্ডির সেন্ট্রাল রোডে। তিনি চাকরি করেন যমুনা ব্যাংকের পল্টন শাখায়। সকালে অফিসে যাওয়ার সময় বাসার সামনে আরিফা হামলার শিকার হন।
তিনি বলেন, রবিন নামে একটি ছেলের সঙ্গে বছর চারেক আগে খাদিজার বিয়ে হয়। মাস তিনেক আগে সে ডিভোর্স লেটার পাঠায়। হামলার ঘটনা রবিনই ঘটিয়েছে বলে আমাদের বিশ্বাস।
আরিফর বাড়ি জামালপুর সদর উপজেলার কথাকলি মার্কেট এলাকায়। তার পিতার নাম আলিমুজ্জামান হেলাল। ইডেন কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষে এক বছর ধরে ব্যাংকে চাকরি করছিলেন আরিফা।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এজেডএস/এএটি/জেডএম