জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বাড়ি ওই একই গ্রামে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বাংলানিউজকে জানান, শফিউল ইসালম ২০১২ সাল থেকে জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এতোদিন তিনি পালিয়ে ছিলেন। ভোরে তিনি মহিষামুরা এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসআই