ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ছাইভস্মে জীবনের রসদ খুঁজছেন আইমনা বেগম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
 ছাইভস্মে জীবনের রসদ খুঁজছেন আইমনা বেগম কড়াইল বস্তির আগুনে সব পুড়ে গেছে আইমনা বেগমের; ছবি- বাংলানিউজ

ঢাকা: ঘরের পোড়া ছাইয়ের মধ্যে বেঁচে থাকার রসদ খুঁজছেন আইমনা বেগম। রাতের অজানা আগুনে বেঁচে থাকার সব কিছু পুড়ে যাওয়ার পর এখন সেই বসতভিটার ধ্বংস হওয়া ছাইভস্ম হাতড়েই তিনি খুঁজে চলেছেন বাঁচার মূলধন।

কড়াইল বস্তির কুমিল্লাপট্টির তালতলায় দেখা গেলো আইমনা বেগমকে। গতকালই ১০ কেজি চাল এনেছিলেন তিনি।

এনেছিলেন ডাল, তেল, চাল, আলু, পেঁয়াজসহ নানা উপকরণও। কিন্তু পুড়ে সব একাকার হয়ে যাওয়ায় বেলা ১২টা অব্দি খাবার জোটেনি তার। তাই বাধ্য হয়েই পোড়া চালের মধ্য থেকে কিছু খাবার যোগ্য আছে কি না, তা খুঁজে দেখছেন তিনি।

একই সঙ্গে তিনি পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের মাঝে খুঁজে চলেছেন লোহা লক্কড়, স্ক্রু, পেরেক, পুড়ে যাওয়া লোহার র্যাক, আলনা, পাতিলের অবশিষ্টাংশ।

পটুয়াখালীর লোহালিয়ায় বাড়ি আইমনা বেগমের। স্বামী তাকে ত্যাগ করেছে আগেই। এক সন্তান সাদ্দামকে নিয়ে ৩ বছর হলো কড়াইল বস্তিই তার ঠিকানা। ১২ বছরের সাদ্দাম লেগুনার হেলপারের কাজ করে। তিনি নিজেও গুলশানের একটি ফ্ল্যাটে কাজ করেন গৃহপরিচারিকা হিসেবে। সেখান থেকেই গতকাল ৫ হাজার টাকা বেতন পেয়েছিলেন তিনি।

আইমনা বেগম বাংলানিউজকে বলেন, ‘সব পুইড়া গেছে ভাই। কিছুই নিয়া বাইর হইতে পারিনি ঘর থেকে। তয় আল্লার কাছে হাজার শোকর, পুতেরে লইয়া জান নিয়া বাইর হইতে পারছি। নগদ টাহা, চাইল, ডাইল, তেল, নুন, সাবান, সোডা, লেপ, তোষক সব গেছে ভাই। ’

তিনি বলেন, ‘এখন ছাইয়ের মইধ্যে কিছু পাওয়া যায় কিনা খুঁজতাছি। আধ পোড়া লোহা লক্কড়, লোহা, পেরেক কিছু পাইলে বেইচা কিছু পাওয়া যাবে। পোড়া চাইলের মধ্যে কিছু ভালো যদি থাকে!

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।