ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

জীবননগরে কৃষককে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
জীবননগরে কৃষককে কুপিয়ে হত্যা 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আবুল কালাম (২৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। এ সময় ঠেকাতে গেলে তার স্ত্রী আনোয়ারা খাতুনকেও কুপিয়ে জখম করেছে তারা। 

বুধবার (১৫ মার্চ) রাতে উপজেলার পাঁকা গ্রামের কলোনিপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত কৃষক আবুল কালাম ওই গ্রামের খোকাই বিশ্বাসের ছেলে।

 

পুলিশ জানায়, রাতে আবুল কালাম স্ত্রী সন্তান নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে সাত-আটজনের একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে ঘুমন্ত আবুল কালামকে কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, আবুল কালামকে কোপানোর সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার স্ত্রীকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, কারা কেন ওই কৃষককে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।