ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদী তৎপরতা নিয়ন্ত্রণে আছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
জঙ্গিবাদী তৎপরতা নিয়ন্ত্রণে আছে

ঢাকা: দেশে জঙ্গিবাদ এখনও নির্মূল না হলেও জঙ্গিবাদী তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, জঙ্গিবাদ এখনও নির্মূল হয়নি। তবে জঙ্গিবাদী তৎপরতা নিয়ন্ত্রণে আছে।

জঙ্গিবাদ নির্মূলে জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা একের পর এক জঙ্গি ঘাঁটি নির্মূল করছি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ সফলভাবে শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় অভিযান অত্যন্ত সফল হয়েছে। আহত দুই পুলিশ সদস্য এখন সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।