বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে চালানো এ অভিযানে ১০ হাজার অবৈধ মিটার পাই জাল ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে মাস্টার চিফ পেটি অফিসার জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, এসব জাল বেলা সাড়ে ১১টায় কীর্তনখোলা নদী তীরবর্তী রসুলপুর বস্তি সংলগ্ন চরে এনে পুড়িয়ে ফেলা হয়। এসময় কোস্টগার্ডের পাশাপাশি মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএস/এসআই