ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

খুলনা: খুলনায় স্ত্রী হোসনে আরাকে (২০) হত্যার দায়ে স্বামী মো. শেখ মিরাজুল ওরফে আমানুল্লাহকে (২৭) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শেখ মিরাজুলকে এ আদেশ দেন খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান।  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কাশবাড়িয়া এলাকার মো. ওয়াজেদ আলী শেখের ছেলে দণ্ডপ্রাপ্ত আসামি মহানগরীর নতুনবাজার এলাকার চর এলাকায় শেখ মিরাজুল পলাতক বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ২৮ জানুয়ারি দুপুরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ হোসনে আরাকে তার স্বামী মিরাজুল শেখ শীল দিয়ে মাথায় আঘাত করেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এঘটনায় নিহতের ভাই মো. নান্নু শিকদার বাদী হয়ে মিরাজুলের নামে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।  

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি মিরাজুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।