বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুলাল উপজেলার বনপাড়া মালিপাড়া গ্রামের বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক জিএম সামসুন নুর বাংলানিউজকে জানান, দুলাল সকালে চিকিৎসার জন্য নিরুপা ইয়াসমিন ও ছেলে সিয়ামকে নিয়ে ভ্যানে করে করে বনপাড়া মিশন হাসপাতালে যাচ্ছিলেন। বনপাড়া এলাকায় গিয়ে তারা ভ্যান থেকে নামার পর একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিয়াম মারা যায়। এসময় আহত হন দুলাল ও তার স্ত্রী।
পরে স্থানীয়রা দুলাল ও তার স্ত্রী নিরুপাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। পরে সেখানে দুলাল মারা যান বলে জানান তিনি।
** বড়াইগ্রামে পিকআপ ভ্যানচাপায় শিশু নিহত
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এনটি