বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত আসমা খানম জানান, আগুনে পুড়ে যাওয়া চারটি ঘরের মধ্যে তার ‘নাহিদা হোসিয়ারি’র দু’টি থান কাপড়ের কারখানা ছিল।
বাড়ির মালিক সুফিয়া খান বলেন, ‘এক ভাড়াটিয়ার সিগারেটের আগুন থেকে এ আগুন লেগেছে বলে সবাই আমাকে জানিয়েছেন। চারটি ঘরের মালামাল একেবারেই পুড়ে গেছে’।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান আব্দুল আহাদ বলেন, ‘আমাদের দু’টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি ঘর পুড়ে গেছে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে’।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরআর/এএসআর