ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
নারায়ণগঞ্জে আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

ক্ষতিগ্রস্ত আসমা খানম জানান, আগুনে পুড়ে যাওয়া চারটি ঘরের মধ্যে তার ‘নাহিদা হোসিয়ারি’র দু’টি থান কাপড়ের কারখানা ছিল।

আগুনে তার প্রায় ১০ ল‍াখ টাকার মালামাল পুড়ে গেছে।

বাড়ির মালিক সুফিয়া খান বলেন, ‘এক ভাড়াটিয়ার সিগারেটের আগুন থেকে এ আগুন লেগেছে বলে সবাই আমাকে জানিয়েছেন। চারটি ঘরের মালামাল একেবারেই পুড়ে গেছে’।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান আব্দুল আহাদ বলেন, ‘আমাদের দু’টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি ঘর পুড়ে গেছে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে’।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭ 
আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।