ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কড়াইল বস্তির আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
কড়াইল বস্তির আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন আগুনে দাউ দাউ জ্বলছে কড়াইল বস্তি; ছবি- বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এ কমিটি গঠনের বিষয়টি বাংলানিউজকে জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (উন্নয়ন) আব্দুল মান্নানকে কমিটির প্রধান করা হয়েছে।

এই কমিটির অপর সদস্যরা হলেন উপ-সহকারী পরিচালক আব্দুল জলিল ও ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র অফিসার ফয়সালুর রহমান।

তিনি বলেন, খুব শিগগিরই এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।  এর আগে, বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ সিনিটে রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট কাজ করে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৭ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  এ ঘটনায় অন্তত দুই হাজার ঘর পুড়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।