বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এ কমিটি গঠনের বিষয়টি বাংলানিউজকে জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (উন্নয়ন) আব্দুল মান্নানকে কমিটির প্রধান করা হয়েছে।
তিনি বলেন, খুব শিগগিরই এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এর আগে, বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ সিনিটে রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট কাজ করে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৭ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় অন্তত দুই হাজার ঘর পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসজেএ/আরআই