ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
 শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় আমেনা খাতুন (৫) নামে এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেওয়া এলাকায় মাওনা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন কুমিল্লার মুরাদনগর থানার পুস্কুনিপাড়া এলাকার রাজির মিয়ার মেয়ে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, উপজেলার কেওয়া এলাকায় কাশেম মিয়ার বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন কাজ করতেন রাজিব মিয়া। সকালে কেওয়া এলাকায় ভাড়া বাড়ির পাশে মাওনা-শ্রীপুর সড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান আমেনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় ওই কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।