বুধবার (১৫ মার্চ) দিনগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মোজাম মিয়ার বাড়ি একই উপজেলার উচামারি গ্রামে।
পিবিআই বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন বাংলানিউজকে জানান, সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় সাঁওতালদের পক্ষে দু’টি মামলা হয়। মোজাম মিয়া এর মধ্যে এক মামলার এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার বিকেলে মোজাম মিয়াকে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আদালতে তার রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
গেল বছরের ৬ নভেম্বর খামার কর্তৃপক্ষ সাহেবগঞ্জে আখ কাটতে গেলে পুলিশ-শ্রমিক ও সাঁওতালদের সধ্যে সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত ও পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসআই