বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
এ সময় সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুর নাহার বৃষ্টি বলেন, ‘প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর বিধি ২০১৫-এ বলা আছে, প্রতিবন্ধী ব্যক্তি কোনো বৈষম্য ছাড়াই সার্বজনীন মানবাধিকার, যানবাহন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশগম্যতার পাশাপাশি, স্বাধীনভাবে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণভাবে অংশ নেবে।
কিন্তু বাস্তবচিত্র ভিন্ন কথা বলছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রবেশগম্যতা নিশ্চিত না হওয়াতে প্রতিবন্ধীদের ক্ষতি হচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধীদের মানবাধিকার হুমকির সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। প্রতিবন্ধীরা রাস্তায় স্বাধীনভাবে চলাচলের নিরাপত্তা চায়, কোনোভাবে তারা মৃত্যু দেখতে চায় না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই সংগঠনের কর্মকর্তা ও কর্মচারীসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসটি/এএটি/আরআই