বাসদের মানববন্ধন-ছবি: আরিফ জাহান
বগুড়া: তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাসদ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বাসদের জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন- জেলা সিপিবি’র সভাপতি জিন্নাতুল ইসলাম, বাসদের জেলা শাখার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মণ ও সাধারণ সম্পাদক মাসুকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে।
আন্তর্জাতিক আইন মেনে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে পানি দিচ্ছে না। আইন লংঘন করে নদীর স্বাভাবিক পানি প্রবাহ রোধ করা হয়েছে। আন্তঃদেশীয় চুক্তি মানছে না প্রতিবেশী রাষ্ট্র। এর ফলে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।