শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর পল্লবীতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির এ ‘ফ্লাগশিপ ইভেন্ট’।
আয়োজনের দিন সকালেই থাকছে উম্মুক্ত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
একই সময়ে অভিজ্ঞ শিল্পীদের তত্ত্বাবধানে চারুকলার বিভিন্ন বিষয়ে বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী শিশুদের চিত্রাঙ্কন ও রঙ, কারু ও মৃত্তিকা শিল্প, স্থির ও ছাপচিত্র এবং ভাস্কর্য ও সমন্বিত শিল্পকলার সম্পর্কে জানানো হবে।
৩ থেকে ১৫ বছর বয়সী শিশুরা বিভিন্ন গ্রুপে উম্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আগ্রহীদের ক্যানভাসের ওয়েবসাইটে (canvasartfest.com) ঢুকে রেজিস্ট্রেশন করতে হবে। যা বিনামূল্যেই করা যাবে। তবে, কর্মশালায় অংশ নিতে নির্দিষ্ট ফি দিতে হবে। এতে গুরু ভূমিকায় থাকবেন চারুকলার বিভিন্ন শাখার অভিজ্ঞ শিল্পীরা।
উৎসবের ভোরে গান পরিবেশন করবেন কুষ্টিয়া থেকে আগত বাউল শিল্পীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ক্যানভাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোস্তফা আলম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কার্টুনিস্ট আহসান হাবীব, শিল্পী, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, শিল্পী নায়লা আজাদ প্রমুখ।
সন্ধ্যায় উৎসবের সমাপণী পর্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
ওএইচ/এইচএ/