ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

উচ্ছেদ করা হকারদের পুর্নবাসনের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
উচ্ছেদ করা হকারদের পুর্নবাসনের দাবি উচ্ছেদ করা হকারদের পুর্নবাসনের দাবি

ঢাকা: উচ্ছেদ করা হকারদের পুর্নবাসনের দাবি জানিয়েছেন হকার সমন্বয় পরিষদসহ ১৮টি সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তারা এ দাবি জানান। সমাবেশ শেষে তারা প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে হকার সমন্বয় পরিষদের আহ্বায়ক আবুল হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে উদ্দেশে বলেন, ‘আপনার কাছে আমাদের অনুরোধ ২৯ মার্চের আগেই যেন হকারদের সঙ্গে বসে সমস্যার সমাধান উদ্যোগ নেয়া হয়। ’ তা না হলে ওইদিন মহাসমাবেশ করে ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে সংসদ সদস্য, মেয়র, কাউন্সিলর, পুলিশ প্রশাসন ও হকার সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে নীতিমালা প্রণয়ন করে হকার পুনর্বাসনের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় নেতা কামাল সিদ্দীকি, হারুনর রশিদ, নুরুল ইসলাম নুরু, আরিফ হোসেন, সেকান্দার হায়াতসহ প্রায় পাঁচ শতাধিক হকার।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরএটি/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।