বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটি মাঠেরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মৃত পারক উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান, খামার পাঁচগাছী গ্রামের আবুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন ও নিজাম উদ্দিন।
নিহত রেজাউল উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের আজিজুল হকের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ১২ মার্চ বিকেলে উত্তর মরুয়াদহ গ্রামের বয়েন উদ্দিনের ছেলে আবু হাশেমের সঙ্গে একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে গোলজার হোসেন জমি নিয়ে বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রেজাউলসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ সন্ধ্যায় রেজাউলের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরবি/