ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শুল্ক ফাঁকির অভিযোগে ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
শুল্ক ফাঁকির অভিযোগে ব্যবসায়ী আটক

ঢাকা: শুল্ক ফাঁকির অভিযোগে শোভন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান সাদিককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে থেকে দুদকের একটি দল তাকে আটক করে।

দুদকের পরিচালক ইকবাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, ফ্যাক্টরি করার জন্য ২০০৭ সালে বন্ড সুবিধার আওতায় শোভন ইন্টারন্যাশনাল লিমিটেড বিভিন্ন মেশিনারিজ আমদানি করে। কিন্তু মেশিনারিজ আমদানি করা হলেও তারা ফ্যাক্টরি করেনি। এমনকি আমদানি বাবদ সরকারের শুল্কও পরিশোধ করেনি।  

যার মাধ্যমে সরকারের মোট ৭১ লাখ ৬১ হাজার ৩২৪ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে কোম্পানিটি।

এ বিষয়ে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের  উপ-পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে বৃহম্পতিবার সকালে  রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩১। মামলার পর দুপুরে সাদিককে আটক করে দুদক।

দাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসজে/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।