ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
ময়মনসিংহে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর মিয়া (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ (বুধবার) রাতে সদর উপজেলার গন্ডপা এলাকা থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করে ৠাব।



র‌্যাব-১৪ সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল চাকমা এ অভিযানের নেতৃত্ব দেন। পরে আটক সাগরের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএএএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।