বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
মরিয়ম বেগম চমচম ঝিনাইদহের মির্জাপুর কাচেরখোল এলাকার মো. ইকবাল হোসেনের স্ত্রী।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৯ আগস্ট বরিশাল নগরের ২৮ নম্বর ওয়ার্ডের হরিপাশা এলাকার শেরে বাংলা সড়ক থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় ওই দিনই র্যাবের সেই সময়ের উপপরিদর্শক (এসআই) সরদার ইব্রাহিম হোসেন বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। এরপর এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ একই সালের ২৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আদালতে
চার্জশিট দাখিল করেন। মামলার ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিকেলে আদালত এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএস/এনটি/এসআই