ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশাল বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৫ জয়িতাকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
বরিশাল বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৫ জয়িতাকে সম্মাননা বরিশাল বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৫ জয়িতাকে সম্মাননা-ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উদ্যোগে পাঁচ ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।


 
বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
 
বরিশাল সদর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম।

এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মানবাধিকার জোটের সভাপতি ডা. হাবিবুর রহমান, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এএইচএম তৌফিক আহমেদ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, বরিশাল জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল, হাসিনা বেগম নিলা ও সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কে এম আক্তারুজ্জামান তালুকদার প্রমুখ।

জেলা পর্যায় থেকে পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত হওয়া ছয় জেলার ৩০ জন জয়িতা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে থেকে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন নারী শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন।
 
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিতরা হলেন- অর্থনৈতিকভাবে সাফাল্য অর্জনকারী নারী বরিশাল নগরের গোড়াচাঁদ দাস রোডের বাসিন্দা বিলকিছ আহমেদ লিলি, শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বরগুনার মাহমুদা খাতুন, পিরোজপুরের সফল জননী লুৎফুন্নেছা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করা নারী ভোলার চরফ্যাশনের বিবি তাজেরা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা নিগার সুলতানা হনুফা।
 
অনুষ্ঠান শেষে নির্বাচিত জয়িতাদের প্রত্যেককে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

এছাড়া অংশগ্রহণকারী ২৫ জন জয়িতাকে দুই হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।