ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৭ প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
রাজধানীতে ৭ প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা প্রতীকী

ঢাকা: অনুমোদনহীন ওয়াকিটকি, ওয়্যারলেস সেট সংযোজন ও বিক্রির দায়ে রাজধানীর বায়তুল মোকারম মার্কেটের সাত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানাসহ তিনজনকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, অভিযানে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের ওয়াকিটকি জব্দ কর‍া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসজেএ/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।