বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
এর আগে, বুধবার (১৫ মার্চ) দিনগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে মোজাম মিয়াকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন বাংলানিউজকে জানান, সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় সাঁওতালদের পক্ষে দু’টি মামলা হয়। মোজাম এর মধ্যে একটি মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকেলে তার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে বিচারক রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
২০১৬ সালের ৬ নভেম্বর আখ কাটাকে কেন্দ্র করে রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারে পুলিশ-শ্রমিক ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত ও পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসআই