ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাঁওতাল পল্লীতে হামলা 

গ্রেফতারকৃত মোজামের রিমান্ড শুনানি রোববার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
গ্রেফতারকৃত মোজামের রিমান্ড শুনানি রোববার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত মোজাম মিয়ার (৪৬) রিমান্ড শুনানি রোববার (১৭ মার্চ) ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

এর আগে, বুধবার (১৫ মার্চ) দিনগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে মোজাম মিয়াকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মোজামের বাড়ি একই উপজেলার উচামারি গ্রামে।  

পিবিআই বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন বাংলানিউজকে জানান, সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় সাঁওতালদের পক্ষে দু’টি মামলা হয়। মোজাম এর মধ্যে একটি মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকেলে তার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে বিচারক রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

২০১৬ সালের ৬ নভেম্বর আখ কাটাকে কেন্দ্র করে রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারে পুলিশ-শ্রমিক ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত ও পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।