ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিবসে বাংলা একাডেমির কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিবসে বাংলা একাডেমির কর্মসূচি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনকের প্রতিকৃতিতে একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এরপর সকাল সাড়ে ১০টায় একাডেমির বটতলায় আয়োজন করা হয়েছে শিশু-কিশোর অনুষ্ঠান বঙ্গবন্ধুর গল্প শোনো।

শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর গল্প শোনাবেন, বিশিষ্ট নাট্যজন অধ্যাপক মমতাজউদদীন আহমদ, কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ, নাট্যজন ও অনুবাদক খায়রুল আলম সবুজ, কবি শামীম আজাদ, ডা. আব্দুন নূর তুষার এবং ডা. নুজহাত চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন গণমাধ্যম ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়।

বঙ্গবন্ধু বিষয়ক একক বক্তৃতা
বিকেল ৪টায় একাডেমির নজরুল মঞ্চে রয়েছে একক বক্তৃতা অনুষ্ঠান। বঙ্গবন্ধু বিষয়ে একক বক্তৃতা দেবেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক সৈয়দ বদরুল আহসান। সভাপতিত্ব করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।