ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

উত্তরায় র‌্যাব ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণে বহনকারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
উত্তরায় র‌্যাব ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণে বহনকারী নিহত র‍্যাবের অস্থায়ী ক্যাম্প। ছবি: রানা, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বোমাটি বহন করে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের সময় সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২ র‌্যাব সদস্যও আহত হয়েছেন।

হামলার উদ্দেশে বোমা বহনকারী ওই ব্যক্তি দেয়াল টপকে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিলেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বোমাটি বহনকারীর।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, সঙ্গে নিয়ে আসা বোমার বিস্ফোরণে ক্ষত-বিক্ষত হয়েছে জঙ্গির দেহ। এতে আহত হয়েছেন পাশে থাকা দু’জন র‌্যাব সদস্য কনস্টেবল আরিফ ও ল্যান্স কর্পোরাল মিজান। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা শঙ্কামুক্ত।

ঘটনার বর্ণনা দিয়ে মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, আনুমানিক দুপুর ১টার দিকে ক্যাম্পের ডান পাশের দেয়াল টপকে অপরিচিত ওই লোকটি ভেতরে ঢোকেন। তাকে দেখে কর্তব্যরত র‌্যাব সদস্যরা জিজ্ঞেস করেন। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে লোকটি পাশ কাটিয়ে সেখানেই বিস্ফোরণ ঘটান।

মরদেহ ক্ষত-বিক্ষত অবস্থায় এখনও পড়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, আশপাশে আরও কোনো বোমা বা বিস্ফোরক আছে কি-না তা খোঁজা হচ্ছে।

মুফতি মাহমুদ খান বলেন, হামলাকারীকে জঙ্গি বলে ধারণা করা যাচ্ছে, তবে কোন জঙ্গিগোষ্ঠীর তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।  

র‌্যাবের বোম ডিস্পোজাল ইউনিট পুরো ঘটনাস্থল সার্চ করে দেখছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই র‌্যাব কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে, বিস্ফোরণের ঘটনার পর সারাদেশের ৬৮টি কারাগার ও বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭/আপডেট: ১৯৩৮ ঘণ্টা
এজেডএস/এসজেএ/আইএ/এইচএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।