আহত সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে, বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মুফতি মাহমুদ খান বলেন, আনুমানিক দুপুর ১টার দিকে ক্যাম্পের ডান পাশের দেয়াল টপকে অপরিচিত লোক ভেতরে ঢোকেন। তাকে দেখে কর্তব্যরত র্যাব সদস্য জিজ্ঞেস করেন, ওই সময় র্যাব সদস্যরা চ্যালেঞ্জ করলে সে পাশ কাটিয়ে ওইখানেই বিস্ফোরণ ঘটান। এতে তার মৃত্যু হয়।
মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় এখনও পড়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, আশপাশে আরও কোনো বোমা বা বিস্ফোরক আছে কিনা তা খোঁজা হচ্ছে।
এদিকে, আহত দুই র্যাব সদস্যকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
তিনি বলেন, হামলাকারীকে জঙ্গি বলে ধারণা করা যাচ্ছে, তবে কোন জঙ্গিগোষ্ঠীর তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট পুরো ঘটনাস্থল সার্চ করে দেখছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই র্যাব কাজ করেছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭/আপডেট: ১৭২৫ ঘণ্টা
এসজেএ/আইএ/জেডএস