আটককৃতরা হলেন- মো. রিপন ডাকুয়া (৩৮), রোজি আক্তার রিমি (২১), শাহানাজ সাথী (২১), সুমি (২০), সালমা আক্তার (১৮), তাহমিনা বেগম (২৭), মো. হাছিবুর রহমান রাজিব (২৫), তাহমিনা বেগম (২৭) ও তার স্বামী মো. শাকিল খাঁন সেন্টু (৩৫)।
শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক, মো. সাখাওয়াত হোসেন, ডিবি’র পরিদর্শক নুরুল ইসলাম, কাজী মাহাবুবুর রহমান, এসএম মাহবুব উল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ডিবি পুলিশের একটি টিম চৌমাথা এলাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া এলাকার রুহুল আমিনের স্ত্রী রোজি আক্তার রিমি (২১) ও ঝালকাঠির ৬ নম্বর ওয়ার্ডের মৃত আমজাদ হোসেন ডাকুয়ার ছেলে মো. রিপন ডাকুয়াকে (৩৮) ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী বেলা ১১টায় কোতয়ালি মডেল থানাধীন ব্রাউন কম্পাউন্ড সড়কের একটি বাড়ি থেকে পশ্চিম ঝালকাঠির মো. সিরাজুল হকের ছেলে মো. শাকিল খাঁন সেন্টু, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদরের আ. মজিদের মেয়ে শাহানাজ সাথী, পটুয়াখালীর বাউফলের মধ্য মদনপুরা এলাকার আ. হাশেমের মেয়ে সুমি ও বরগুনা জেলার তালতলীর কচুফাৎড়া এলাকার শাহআলমের মেয়ে সালমা আক্তার, শাহআলমকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেওয়া তথ্য মতে বেলা ১২টায় কোতয়ালি মডেল থানাধীন গোড়াচাঁদ দাস রোড এলাকায় শ্যাম বাবু লেনে অভিযান চালিয়ে আটক মো. শাকিল খাঁন সেন্টুর স্ত্রী তাহমিনা বেগমকে বিপুল পরিমাণ মাদকসেবন ও পরিবহনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ ৫১ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরবর্তীতে আরো জিজ্ঞাসাবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া থানাধীন বরিশাল টিভি হাসপাতাল মাঠ সংলগ্ন এলাকা থেকে নগরের ঝাউতলা ১ম গলি এলাকার মতিয়ার রহমানের ছেলে মো. হাছিবুর রহমান ওরফে রাজিকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তম কুমার পাল বলেন, অভিযানে বরিশালের মাদক সম্রাট কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. শাকিল খাঁন সেন্টুকে তার অন্য সাত সহযোগীসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ৭ লাখ ৫৬ হাজার ৫শ’ টাকা। পুরো ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ২টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি, ও পর্নোগ্রাফি আইনে ১ টিসহ মোট ৫টি মামলা হয়েছে।
এছাড়াও আসামি মো. শাকিল খাঁন সেন্টুর বিরুদ্ধে ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র চাঁদাবাজি আইনে ও বিভিন্ন ধারায় ৭টি মামলা রয়েছে যা বিচারাধীন।
অপরদিকে শুক্রবার (১৭ মার্চ) সকাল ৬টায় কোতয়ালি মডেল থানাধীন লঞ্চঘাট থেকে ডিবির এসআই ইউনুস আলী ফরাজী সঙ্গীয় টিমসহ ১টি টক্কনাথসহ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার ডাইনছড়ি এলাকার আবুল হাশেমের ছেলে মো. মনির হোসেন হাওলাদার (৩৫) ও মো. ইসমাইল আকনের ছেলে মো. বাবুল আকন (৪২)।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এমএস/জেডএস