ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘তোমাদের আদর্শ নিয়ে গড়ে উঠতে হবে’, শিশুদের প্রতি প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
‘তোমাদের আদর্শ নিয়ে গড়ে উঠতে হবে’, শিশুদের প্রতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধে পু্ষ্পস্তবক অর্পণ করছেন প্রধানমন্ত্রী; ছবি-বাংলানিউজ

গোপালগঞ্জ: দেশকে ভালবাসার আহ্বান জানিয়ে শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখানে জাতির পিতার জন্ম, এখানেই তিনি ঘুমিয়ে আছেন। তোমরা এ মাটির সন্তান। তোমাদের আদর্শ নিয়ে গড়ে উঠতে হবে। দেশকে ভালবাসবে, দেশের মানুষকে ভালবাসবে। নিজেকে সুন্দর করে গড়ে তুলতে হবে। যেন তোমরা প্রতিষ্ঠিত হতে পারো। ভবিষ্যতে আমার মত দেশের প্রধানমন্ত্রী হতে পারো।

তিনি আরো বলেন, প্রত্যেক অভিভাবক ও শিক্ষকরা শিশুদের খোঁজ খবর রাখবেন। শিশুরা স্কুলে উপস্থিত আছে কি না দেখবেন।

উপস্থিত না থাকলে খোঁজ খবর নেবেন। যেন তারা বিপথগামী হয়ে কোন প্রকার অপরাধ বা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।

শুক্রবার (মার্চ ১৭) বিকেল তিনটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ মসজিদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা যখনই ক্ষমতায় এসেছি তখনই দেশকে উন্নয়ন, খাদ্য ও শিক্ষায় স্বনির্ভর করতে চেয়েছি। আমরা সে ব্যবস্থাও নিয়েছি। ৭৪ সালে বঙ্গবন্ধু প্রথম প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেন ও শিক্ষানীতি চালু করেন। আমরা ক্ষমতায় এসে আবার আমরা প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছি। বিনামূল্যে বই বিতরণ করেছি। মায়ের হাসি প্রকল্পের মাধ্যমে এক কোটি ত্রিশ লাখ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। যা মোবাইল ফোনের এ্যাকাউন্টের মাধ্যমে মায়েদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন,‘৭৫ এর ১৫ আগস্ট আমি আমার মা, বাবা, ভাই সকলকেই হারিয়েছিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন কারাগারে বাবাকে দেখতে যেতাম। দুঃখী মানুষের শোষন-নিপীড়নের কথা বলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

শিশু উপমা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মনির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। স্বাগত বক্তব্য রাখেন শিশু প্রতিনিধি ফাইয়াদ মোহাম্মদ আবদুল্লাহ।

শিশু সমাবেশ বক্তব্য শেষে জাতির পিতার জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক সারিতে বসে কাব্যনৃত্যগীতি আলেখ্যানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এরপর তিনি শিশুদের সাথে ছবি তোলার পর বই মেলার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ করেন এবং ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

এর আগে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপল‌ক্ষে শুক্রবার সকাল ৯টা ৫৫ মি‌নি‌টে বঙ্গবন্ধু সমাধি সৌধ কম‌প্লে‌ক্সে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ৩০ মি‌নি‌ট প‌রে রাষ্ট্রপ‌তি এসে পৌঁছা‌লে প্রধানমন্ত্রী তা‌কে স্বাগত জানান। প‌রে তা‌কে সা‌থে নি‌য়ে সমাধি সৌ‌ধের বেদীতে পৌঁছান।

সকাল ১০ টা ২৫ মি‌নি‌টে রাষ্ট্রপ‌তি প্রথম বঙ্গবন্ধুর সমাধি সৌ‌ধের বেদী‌তে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন। তারা দু’জনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বা‌হিনীর এক‌টি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এরপর রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রী ফা‌তেহা পাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন। প‌রে রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রী মন্তব্য বই‌তে স্বাক্ষর ক‌রেন।

রাষ্ট্রীয় কর্মসূচির শেষে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দলীয় প্রধান হি‌সে‌বে নেতা ক‌র্মী‌দের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌ‌ধের বেদী‌তে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন।

এ সময় আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সড়ক প‌রিবহন মন্ত্রী ওবায়দুল কা‌দের, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃ‌ষি মন্ত্রী ম‌তিয়া চৌধুরী, বা‌ণিজ্যমন্ত্রী তোফা‌য়েল আহ‌মেদ, শিল্পমন্ত্রী আমীর হো‌সেন আমু, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জি‌নিয়ার মোশাররফ হো‌সেন, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল ক‌রিম সে‌লিম এম‌পি, লে. ক‌র্ণেল (অব.) ফারুক খান এম‌পি, উপ‌দেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহ‌মেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক, ম‌হিলা ও শিশু বিষয়কমন্ত্রী মে‌হের আফ‌রোজ চুম‌কি, আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ক‌বির নানক এম‌পি, সাংগঠ‌নিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন না‌সিম, শেখ হেলাল উদ্দিন এম‌পিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।