শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে একই উপজেলার চ্যংগারা গ্রামের সাবেক সেনা সদস্য জান মোহাম্মদ ওরফে মিন্টুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জিনারুল ইসলাম (৩৫) ও ওমেদ আলী (৪০)।
পুলিশ জানায়, গাংনী উপজেলার চ্যংগারা গ্রামের সাবেক সেনা সদস্য জান মোহাম্মদ ওরফে মিন্টুর বাড়ি থেকে মোশারফ হোসেনকে উদ্ধার করা হয়। এসময় জিনারুল ও ওমেদকে আটক করা হয়। এসময় স্থানীয়রা আটক ব্যক্তিদের গণপিটুনি দেয়। বর্তমানে তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনটি/এসএইচ