ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে অপহৃত কৃষক উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
মেহেরপুরে অপহৃত কৃষক উদ্ধার, আটক ২

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের মাঠ থেকে অপহৃত মোশারফ হোসেন (৩৫) নামে এক কৃষককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে একই উপজেলার চ্যংগারা গ্রামের সাবেক সেনা সদস্য জান মোহাম্মদ ওরফে মিন্টুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জিনারুল ইসলাম (৩৫) ও ওমেদ আলী (৪০)।

পুলিশ জানায়, গাংনী উপজেলার চ্যংগারা গ্রামের সাবেক সেনা সদস্য জান মোহাম্মদ ওরফে মিন্টুর বাড়ি থেকে মোশারফ হোসেনকে উদ্ধার করা হয়। এসময় জিনারুল ও ওমেদকে আটক করা হয়। এসময় স্থানীয়রা আটক ব্যক্তিদের গণপিটুনি দেয়। বর্তমানে তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

**গাংনীতে কৃষক অপহরণ

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।