বিদ্যালয়টি রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের কমলনগর উপজেলা পরিষদ সংলগ্ন। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে।
এছাড়াও দৌড়া-দৌড়ি, ছোটোছুটি তো আছেই সবসময়। এরই মধ্যে দ্রুতগতিতে চলে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। শিশুরা অমনোযোগী কিংবা অসতর্ক হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ে স্থায়ী নিরাপত্তা দেয়াল জরুরি।
সম্প্রতি স্থানীয়রা উদ্যোগ নিয়ে বাঁশ দিয়ে শিশুদের নিরাপত্তায় অস্থায়ী ব্যবস্থা করেছে। তবে, ঝুঁকি এড়াতে স্থায়ীভাবে নিরাপত্তা দেয়াল তৈরির দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।
অভিভাবকরা জানান, যেন বিদ্যালয় মাঠের ওপরে সড়ক। খেলতে গেলে শিশুরা ভুল করে রাস্তায় উঠে আসে। তিন বছর আগে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুও হয়। ছোট ছোট ছেলে-মেয়েকে স্কুলে দিয়ে আমরা চিন্তায় থাকি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা জামান বাংলানিউজকে জানান, স্কুল মাঠ ঘেঁষে আঞ্চলিক মহাসড়ক। এসড়ক দিয়ে সব সময় দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। শিশু শিক্ষার্থীরাও ঝুঁকির মধ্যে খেলাধুলা করে। তাদের নিরাপত্তার কথা ভেবে দেয়াল তৈরির জন্য কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসএইচ