ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ছুটির দিনের অজুহাতে গণপরিবহনে নেয়া হচ্ছে বাড়তি ভাড়া!

অন্তু মুজাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
ছুটির দিনের অজুহাতে গণপরিবহনে নেয়া হচ্ছে বাড়তি ভাড়া!

ঢাকা: সাপ্তাহিক ছুটির দিনে রাস্তায় যাত্রী কম থাকার অজুহাতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে গণপরিবহনে। যাত্রীদের দাবি অনেকটা জোর করেই যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া আদায় করছে কন্ডাক্টর হেলপাররা। অপরদিকে কন্ডাক্টর-হেলপারদের দাবি, ‘যাত্রী কম থাকলে গাড়ির তেল গ্যাসের দাম ওঠে না। তাই ভাড়া দুই পাঁচ টাকা চেয়ে নেই।’

শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর কয়েকটি রুটের বাসে সরেজমিনে দেখা গেল বাড়তি ভাড়া নেয়ার এই প্রবণতা।  ভুক্তভোগীরা জানান, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে কর্মব্যস্ত জীবনের ফাঁকে পরিবারের সদস্যদের দিয়ে ঘুরতে বের হন অনেকে।

সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাড়তি ভাড়া আদায় করে বাসের হেলপার কন্ডাক্টররা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষজন।

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণ জানতে চাইলে তুরাগ পরিবহনের কন্ডাক্টর সুমন বলেন, ছুটির দিনে কম যাত্রী থাকায় ভাড়া একটু বেশি নিতে হচ্ছে। তাছাড়া আমরা সবার কাছে দুই পাঁচ টাকা চেয়ে নিচ্ছি। মামারা (যাত্রী) খুশি হয়েই দেন। আমরাতো আর ছিনতাই করছি না। ‘

মালিবাগ থেকে উত্তরাগামী তুরাগ পরিবহনের যাত্রী শামীম বাংলানিউজকে বলেন,‘খুশি হয়ে টাকা বেশি দেবে এমন পাগল কেউ এখনও হয়নি। তারা বাড়তি টাকার জন্য চার্জ করে। তাই অনেকটাই বাধ্য হয়ে দিতে হয় বাড়তি ভাড়া।  আজকে বেশি নিচ্ছে, অন্য দিন কম রাখে তা কিন্তু নয়। স্বাভাবিক ভাড়ার তুলনায় তারা এমনিতেই দ্বিগুণ ভাড়া আদায় করে। আর ছুটির দিনে আরো ৫ থেকে ১০ টাকা ভাড়া বেশি নেই।

এদিকে মেয়াদোত্তীর্ণ বাস চলাচল বন্ধ ও বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। অথচ এখনও রাজধানীতে চলা গণপরিবহনের অধিকাংশ চালকেরই নেই লাইসেন্স।

তুরাগ সার্ভিসের সুপারভাইজার ইউসুফ দীর্ঘ ৮ বছর ধরে এই সেক্টরে কর্মরত আছে। এই বাসের ড্রাইভারের লাইসেন্স আছে কি না জানতে চাইলে স্বীকার করলেন যে ড্রাইভারের লাইসেন্স নেই।  ড্রাইভার ৫ বছর আগে হেলপার ছিল। এখন সে ড্রাইভার। বয়স না হওয়ায় লাইসেন্স দেয়নি বিআরটিএ। তাই বাধ্য হয়ে তাকে নকল লাইসেন্স বানাতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।