শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ইউপি চেয়ারম্যানের তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ককটেলটি উদ্ধার করে।
নবীপুর ইউপির চেয়ারম্যান বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলা পরিষদে এসে তার কক্ষে একটি ককটেল দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, নবীপুর ইউপি কার্যালয় থেকে ককটেল জাতীয় একটি বস্তু উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার করা বস্তুটি ককটেল কী না তা এখনও নিশ্চিত নয়।
এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনটি