ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা সেক (৪১) নামের এক শ্রমিক নিহত ও দু’জন আহত হয়েছেন। আহতদেরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা সেক শহরতলীর অম্বিকাপুর এলাকার শওকত সেকের ছেলে।

আহতরা হচ্ছেন- অম্বিকাপুরের ওমর (১৭), ও সদর উপজেলার বাখুণ্ডা গ্রামের এজাজ (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে,  ঝিলটুলী এলাকায় সিভিল সার্জনের বাসভবনের সামনে একটি নির্মাণাধীন ভবনে রড ওঠানোর সময় রাস্তার পাশের বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আহতদেরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মোস্তফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সামিয়া সুলতানা জানান,  আহতরা শঙ্কামুক্ত আছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।