শুক্রবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা সেক শহরতলীর অম্বিকাপুর এলাকার শওকত সেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিলটুলী এলাকায় সিভিল সার্জনের বাসভবনের সামনে একটি নির্মাণাধীন ভবনে রড ওঠানোর সময় রাস্তার পাশের বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আহতদেরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মোস্তফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সামিয়া সুলতানা জানান, আহতরা শঙ্কামুক্ত আছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আরকেবি/এএসআর