ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নানা কর্মসূচিতে দেশব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
নানা কর্মসূচিতে দেশব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন নানা কর্মসূচিতে দেশব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন-ছবি-বাংলানিউজ

সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টা ২৫ মি‌নিটে প্রথমে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর সারাদেশে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

বরিশাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থীরা। এছাড়া জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে শিশুযত্ন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বগুড়া: বগুড়ায় আওয়ামী লীগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আওয়ামী লীগ এবং জেলা প্রশাসন পৃথকভাবে শোভাযাত্রা, আলোচনা সভা ও শিশু সমাবেশের আয়োজন করে।

জেলার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
ঝালকাঠি: ঝালকাঠিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শিশু সমাবেশ, আনন্দ র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

সাভার: সাভারে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

নাটোর: জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়। এরপর সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং মসজিদ, মন্দির ও গীর্জায় প্রার্থনা করা হয়।  

নবাবগঞ্জ: সারাদেশের মতো ঢাকার নবাবগঞ্জে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, দেয়ালিকা উন্মোচন, আলোচনা সভা, শিশু-কিশোর প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং প্রার্থনার আয়োজন করা হয়।

রাঙ্গামাটি: বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি আইডিয়াল স্কুলে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে সকালে স্কুলে শিশুশ্রম ও শিশু নির্যাতন বিষয়ক নাটিকা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে ৠালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মকর্তা ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।