পুলিশের দাবি, দেলোয়ারের বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে অন্তত ১১টি মামলা রয়েছে। তার মরদেহের পাশে ৩৫টি ফেন্সিডিল পাওয়া যায়।
শুক্রবার (১৭ মার্চ) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে কসবার সৈয়দাবাদ এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ব্যক্তির কানের কাছে আঘাতের চিহ্ন আছে জানিয়ে পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয়, তার পরিচয় মেলেনি। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ শনাক্ত করলে পুলিশও পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়টি জানায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, একটি ধানি জমির পাশে উঁচু স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। প্রথমে তার পরিচয় জানা যায়নি। পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করেন।
দেলোয়ারের বিরুদ্ধে নরসিংদী, কিশোরগঞ্জ, সীতাকুণ্ড ও আখাউড়া থানায় অন্তত ১১টি মামলা রয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে মাদক ব্যবসায়ীরা তাকে হত্যা করে থাকতে পারে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এমজেএফ