ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় উদ্ধার নিহতের বিরুদ্ধে ১১ মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
কসবায় উদ্ধার নিহতের বিরুদ্ধে ১১ মামলা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩২) আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুরের কৌড়াতলীর মো. মরহুম আলীর ছেলে। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের দাবি, দেলোয়ারের বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে অন্তত ১১টি মামলা রয়েছে। তার মরদেহের পাশে ৩৫টি ফেন্সিডিল পাওয়া যায়।

তবে নিহতের পরিবারের দাবি পুলিশ তাকে ধরে নিয়ে হত্যা করেছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে কসবার সৈয়দাবাদ এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ব্যক্তির কানের কাছে আঘাতের চিহ্ন আছে জানিয়ে পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয়, তার পরিচয় মেলেনি। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ শনাক্ত করলে পুলিশও পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়টি জানায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, একটি ধানি জমির পাশে উঁচু স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। প্রথমে তার পরিচয় জানা যায়নি। পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করেন।

দেলোয়ারের বিরুদ্ধে নরসিংদী, কিশোরগঞ্জ, সীতাকুণ্ড ও আখাউড়া থানায় অন্তত ১১টি মামলা রয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে মাদক ব্যবসায়ীরা তাকে হত্যা করে থাকতে পারে বলেও জানান ‍ওসি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।