ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে মেম্বারের বিরুদ্ধে প্রতিপক্ষের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
শ্যামনগরে মেম্বারের বিরুদ্ধে প্রতিপক্ষের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের দুই মেম্বারের বিরুদ্ধে পানি নিষ্কাশনের ড্রেন সংক্রান্ত বিরোধের জের ধরে আগুন দিয়ে প্রতিপক্ষের ঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন চারজন।

শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোনাখালী গ্রামের ভরতচন্দ্র মন্ডল, তার পুত্রবধূ লতিকা মন্ডল, কনিকা মন্ডল ও অঞ্জলি মন্ডল।

স্থানীয়রা জানান, ভরতচন্দ্র মন্ডল সকালে তার মালিকানাধীন পানি নিষ্কাশনের একটি ড্রেন বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রমজাননগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর পতিত পাবন ও ৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হামিদ লাল্টুর নেতৃত্বে ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে ভরতচন্দ্রের একটি ঘরে আগুন দেয়। এতে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় বাধা দিতে গেলে ভরতচন্দ্র মন্ডল, তার পুত্রবধূ লতিকা মন্ডল, কনিকা মন্ডল ও  অঞ্জলি মন্ডলকে পিটিয়ে জখম করে তারা।

এদের মধ্যে ভরতচন্দ্র মন্ডল, লতিকা মন্ডল ও অঞ্জলি মন্ডলকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।