শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ।
রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার দেশ-বিদেশের ৭০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
রাজশাহী চলচ্চিত্র সংসদের সভাপতি আহসান কবীর লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন।
ভারতের ফেডারেশন অব ফিল্ম সোসাইটির আন্তর্জাতিক সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শেখর দাশ, ভারতের বহরমপুর ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক সমীরণ বিশ্বাস, ঢাকার রেইনবো ফিল্ম সোসাইটির চিফ কো-অর্ডিনেটর মিজানুর রহমান, রাজশাহী চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক আবদুল জাবীদ অপু ও চলচ্চিত্র উৎসব পরিচালক সুলতানুল ইসলামসহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উদ্বোধনী দিনে লালন মঞ্চে আহসান কবীর লিটনের ‘নীরবতার স্বপ্ন’, শাহরিয়ার হাসানের ‘বিবেক’ এবং ডা. শিপ্রা চৌধুরীর ‘পুনর্জন্ম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
দ্বিতীয় ভেন্যু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শনিবার (১৮ মার্চ) উৎসবের উদ্বোধন করবেন নগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
২১ মার্চ বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।
এছাড়া লালন মঞ্চ ও বড়কুঠি মুক্তমঞ্চে রাজশাহী চলচ্চিত্র সংসদ আয়োজিত এ উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে উৎসব চলবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসএস/আরআর/জেডএস