ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিন মজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিন মজুরের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রায়পুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (২৮) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।   

শুক্রবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল ওই গ্রামের মনির হোসেনের ছেলে।

উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাফর উল্যা বাংলানিউজকে জানান, দুপুরে বাড়িতে ঝোপের বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল মজিদ বাংলানিউজকে জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।