ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

অভয়নগরে ককলেটসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
অভয়নগরে ককলেটসহ যুবক আটক অভয়নগরে ককলেটসহ যুবক আটক-ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পোড়াখালী গ্রামে অভিযান চালিয়ে সাতটি ককলেটসহ মিন্টু মোল্লা (২৪) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। মিন্টু ওই গ্রামের জামাল মোল্লার ছেলে ও স্থানীয় নওয়াপাড়া কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

র‌্যাব-৬ (খুলনা) ক্যাম্পের লে. এএমএম জাহিদুল কবীর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে, কয়েকজন ব্যক্তি ওই গ্রামে নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরকসহ অবস্থান করছে। পরে র‌্যাব ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো সাতটি ককলেটসহ মিন্টুকে আটক করে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে অভয়নগর থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া মিন্টু এলাকায় বিভিন্ন নাশকাতামূলক কর্মকাণ্ডে জড়িত ও তার বিরুদ্ধে লুটতরাজের মামলা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।