শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। মিন্টু ওই গ্রামের জামাল মোল্লার ছেলে ও স্থানীয় নওয়াপাড়া কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
র্যাব-৬ (খুলনা) ক্যাম্পের লে. এএমএম জাহিদুল কবীর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে, কয়েকজন ব্যক্তি ওই গ্রামে নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরকসহ অবস্থান করছে। পরে র্যাব ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো সাতটি ককলেটসহ মিন্টুকে আটক করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে অভয়নগর থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া মিন্টু এলাকায় বিভিন্ন নাশকাতামূলক কর্মকাণ্ডে জড়িত ও তার বিরুদ্ধে লুটতরাজের মামলা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এএটি/