ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে আসাদুজ্জামান (২৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এর আগে বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ওপরে বসে বাড়ি ফিরছিলেন আসাদুজ্জামান। পথে বইচবাগ এলাকায় এলে একটি আলু বোঝাই ট্রলির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় স্থানীয়রা আসাদুজ্জামানকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।