শুক্রবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এর আগে বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ওপরে বসে বাড়ি ফিরছিলেন আসাদুজ্জামান। পথে বইচবাগ এলাকায় এলে একটি আলু বোঝাই ট্রলির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় স্থানীয়রা আসাদুজ্জামানকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
আরবি/