শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর প্রামাণিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আকলিমা প্রামাণিকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন প্রামাণিক মাস্টারের (অব.) স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় গাছ বেচা-কেনাকে কেন্দ্র করে আকলিমার সঙ্গে তার ছেলে সরফদৈল্লা প্রামাণিকের (৪০) কথা কাটাকাটি হয়। এসময় সরফদৈল্লা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, সরফদৈল্লাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
আরবি/