শুক্রবার (১৭ মার্চ) বিকেলে মিরসরাইয়ের জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের ৩০ বছরপূর্তি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
জেবি স্কুলের ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘প্রতিবছর যখন রেজাল্ট বের হয় তখন লক্ষ্যনীয় যে জেবি স্কুল উপজেলার শীর্ষে থাকে।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া ও উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার এম সাইফুল্লাহ দিদার প্রমুখ।
এদিকে ওইদিন সকাল ১০টায় মন্ত্রী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দেন। বিকেল ৪টায় বক্তব্য রাখেন মন্ত্রীর নিজ গ্রাম ধুম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দলীয় জনসভায়।
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এএটি/