ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু এদেশের ইতিহাসের জনক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
বঙ্গবন্ধু এদেশের ইতিহাসের জনক বক্তব্য দিচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-ছবি: বাংলানিউজ

ফেনী: ‘পৃথিবীতে অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটে, জন্ম দেন ইতিহাস। যেরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের ইতিহাসেরও জনক। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জেবি স্কুল মাঠ, এটি একটি স্বাধীন ভূ-খন্ড। এটা কখনো সম্ভব হতো না যদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হতো।’

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে মিরসরাইয়ের জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের ৩০ বছরপূর্তি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

জেবি স্কুলের ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘প্রতিবছর যখন রেজাল্ট বের হয় তখন লক্ষ্যনীয় যে জেবি স্কুল উপজেলার শীর্ষে থাকে।

আমি আশা করি ভবিষ্যতেও তারা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে। ’

স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া ও উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার এম সাইফুল্লাহ দিদার প্রমুখ।

এদিকে ওইদিন সকাল ১০টায় মন্ত্রী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দেন। বিকেল ৪টায় বক্তব্য রাখেন মন্ত্রীর নিজ গ্রাম ধুম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দলীয় জনসভায়।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।