ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বৃষ্টিতে জলাশয়, শুকনো সময়ের ধুলার রাজ্য!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
বৃষ্টিতে জলাশয়, শুকনো সময়ের ধুলার রাজ্য! বৃষ্টিতে জলাশয়, শুকনো সময়ের ধুলার রাজ্য-ছবি: কাশেম হারুন

ঢাকা: রাজধানীর ব্যস্ততম মৌচাক-মালিবাগ সড়ক এখন জনদুর্ভোগের আরেক নাম। একটু বৃষ্টি হলেই সড়কটি পরিণত হয় জলাশয়ে, ভরে যায় কাদা-পানিতে। আর শুকনো মৌসুমে সড়কটির জন্য পুরো এলাকাই হয়ে ওঠে ধুলার রাজ্য।

শুক্রবার (১৭ মার্চ) মৌচাক-মালিবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝখানে চলছে বহুল প্রতীক্ষিত ফ্লাইওভারের কাজ। রাস্তার এক পাশে চলছে কেবল প্রতিস্থাপনের কাজ, অন্যদিকে চলছে ড্রেনেজের কাজ।

সব মিলিয়ে সারা বছর খোঁড়াখুঁড়ি চলছেই সড়কটিতে।

কয়েকদিন আগের বৃষ্টিতে পানি জমে আছে মালিবাগ মোড় থেকে মৌচ‍াক মোড় পর্যন্ত। পানির সঙ্গে মিশে রাস্তার পাশে স্তূপ করে রাখা মাটি পরিণত হয়েছে কাদায়। এতে নাজেহাল হচ্ছেন সড়কটিতে চলাচলকারীরা।

মালিবাগ রেলগেটের বাসিন্দা ডা. খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, ‘আমর‍া খুবই ক্ষুব্ধ ও বিরক্ত। একইসঙ্গে রাস্তার দু’পাশে খোঁড়াখুঁড়ির ফলে রাস্তায় নামতে পারি না। বৃষ্টিতে জলাশয়, শুকনো সময়ের ধুলার রাজ্য-ছবি: কাশেম হারুননামলেও আতঙ্কে থাকি। হয়তো আর ঘরে ফিরতে পারবো না, গাড়ি উল্টে মারা যাবো কি-না, এসব আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়। মাথার ওপরে চলছে ফ্লাইওভারের কাজও। কয়েকদিন আগেই এখানে গার্ডার পড়ে একজন মারা গেছেন!’

রাস্তার বড় বড় খাঁদে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কখনও রিকশা উল্টে যাচ্ছে, কখনও উল্টে পড়ার উপক্রম হচ্ছে যাত্রী বোঝাই বাস। প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। বৃষ্টিতে জলাশয়, শুকনো সময়ের ধুলার রাজ্য-ছবি: কাশেম হারুনসিদ্ধেশ্বরীর বাসিন্দা সালেহা বেগমের ধারণা, আসছে বর্ষায়ও শেষ হবে না খোঁড়াখুঁড়ির কাজ। ফরচুন শপিং কমপ্লেক্সে আসা সালেহা বলেন,  ‘আমার বাসা থেকে এ মার্কেট খুব বেশি দ‍ূরে না। তারপরও বের হতে ইচ্ছে হয় না। খুব বেশি প্রয়োজন না হলে এদিকে আসি না।  সামনে আমাদেরকে আরও দুর্ভোগ পোহাতে হবে। এলাকা ছেড়ে তো আর যেতে পারবো না। তাই কাদা-পানির সঙ্গে লড়াই করে চলতে হবে’।

বাংলদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এএম/এমজেএফ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।