ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

র‌্যাব চেকপোস্টে হামলাচেষ্টাকারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
র‌্যাব চেকপোস্টে হামলাচেষ্টাকারী নিহত খিলগাঁওয়ে র‌্যাবের হামলায় এক দুর্বৃত্ত নিহত/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের তল্লাশি চেকপোস্টে হামলার চেষ্টা করেছেন এক মোটরসাইকেল আরোহী। পরে র‌্যাবের ছোড়া গুলিতে ওই দুর্বৃত্ত ঘটনাস্থলেই মারা যান।

শনিবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে খিলগাঁও শেখের জায়গা নামের স্থানে র‌্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছিলেন র‌্যাব সদস্যরা। এ সময় একজন মোটরসাইকেল আরোহী খুব দ্রুত ওই চেক পোস্টের দিকে এগিয়ে আসেন।

র‌্যাব সদস্যরা তাকে থামার সিগন্যাল দিলে তিনি সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে আটকাতে গিয়ে দুজন র‌্যাব সদস্য আহত হন বলে জানিয়েছে র‌্যাব।

ওই আরোহীকে বাধা দিতে গেলে তিনি তার বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করেন। তখন র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন ওই দুর্বৃত্ত।

হামলাচেষ্টাকারীর মরদেহের পাশে একটি ব্যাগ পড়ে ছিল। ব্যাগটি থেকে তিনটি বোমা ও একটি ভেস্ট উদ্ধার করেছে র‌্যাবের বোম ডিস্পোজাল ইউনিট।

র‌্যাব-৩ এর সিও লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বাংলানিউজকে জানান,
একজন মোটরসাইকেল আরোহীকে খুব দ্রুতবেগে র‌্যাবের তল্লাশি চেকপোস্টের দিকে এগিয়ে আসতে দেখে থামার সিগন্যাল দেয় র‌্যাব সদস্যরা। কিন্তু সিগন্যাল অমান্য করে চেকপোস্টে প্রবেশের চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে র‌্যাব সদস্যরা।

এতে ওই দুর্বৃত্ত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।
চেকপোস্টে হামলাচেষ্টায় নিহত দুর্বৃত্ত ও তার ব্যবহৃত মোটরসাইকেল/ছবি: সুমন
লে. কর্নেল তুহিন আরও জানান, হামলাচেষ্টাকারী কোথা থেকে এসেছিলেন বা কোথায় যাচ্ছিলেন বা তার পরিচয় এখনও জানা যায়নি। তার ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরপ্লেট নেই। ফলে সেটির রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা তা জানা যাচ্ছে না।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বোমা বিস্ফোরণ ঘটায় আরেক দুর্বৃত্ত। বিস্ফোরণে বোমা বহনকারী নিহত হন, আহত ২ র‌্যাব সদস্য।

হামলার উদ্দেশে বোমা বহনকারী ওই ব্যক্তি দেয়াল টপকে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেছিলেন। র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করলে ঘটনাস্থলেই বিস্ফোরণ ঘটান ওই ব্যক্তি। এতে সেখানেই মৃত্যু হয় তার।

আশকোনার ওই আত্মঘাতী হামলার সঙ্গে খিলগাওয়ের হামলাচেষ্টার যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন র‌্যাবের সিও লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।
আরও পড়ুন
**হামলাকারীর ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার
**হামলাকারীর দেহের বিস্ফোরক নিষ্ক্রিয়ের কাজ চলছে

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭/আপডেট: ১২৪৮ ঘণ্টা
পিএম/এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।