ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

হামলাকারীর দেহের বিস্ফোরক নিষ্ক্রিয়ের কাজ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
হামলাকারীর দেহের বিস্ফোরক নিষ্ক্রিয়ের কাজ চলছে খিলগাঁওয়ে র‌্যাব চেকপোস্টে হামলাকারী দুর্বৃত্ত নিহত/ছবি: সুমন শেখ

ঢাকা: রাজধানী খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলা চেষ্টাকারীর দেহে বিস্ফোরক বাঁধা রয়েছে। তা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট কাজ করছে।

শনিবার (১৮ মার্চ) সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর সিও লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

তিনি সাংবাদিকদের বলেন, হামলাকারীর শরীরে সঙ্গে বিস্ফোরক রয়েছে।

তা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। আমাদের বোম ডিসপোজাল টিম তাদের কাজ শুরু করেছে।

এর আগে খিলগাঁও শেখের জায়গা এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছিলো র‌্যাব সদস্যরা।

এ সময় একজন মোটরসাইকেল আরোহীকে খুব দ্রুতবেগে ওই চেক পোস্টের দিকে এগিয়ে আসতে দেখে থামার সিগন্যাল দেয় র‌্যাব সদস্যরা। কিন্তু সিগন্যাল অমান্য করে চেকপোস্টে প্রবেশের চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে র‌্যাব সদস্যরা। এতে ওই দুর্বৃত্ত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।