শনিবার (১৮ মার্চ) সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর সিও লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।
তিনি সাংবাদিকদের বলেন, হামলাকারীর শরীরে সঙ্গে বিস্ফোরক রয়েছে।
এর আগে খিলগাঁও শেখের জায়গা এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছিলো র্যাব সদস্যরা।
এ সময় একজন মোটরসাইকেল আরোহীকে খুব দ্রুতবেগে ওই চেক পোস্টের দিকে এগিয়ে আসতে দেখে থামার সিগন্যাল দেয় র্যাব সদস্যরা। কিন্তু সিগন্যাল অমান্য করে চেকপোস্টে প্রবেশের চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে র্যাব সদস্যরা। এতে ওই দুর্বৃত্ত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসটি/এসএইচ