খিলগাঁওয়ে র্যাবের চেকপেস্টে হামলাকারী নিহত/ছবি: সুমন শেখ
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে হামলাচেষ্টাকারীর নাম-পরিচয়ও জানা যায়নি। তার ব্যবহৃত মোটরসাইকেলেও নেই নম্বর প্লেট।
শনিবার (১৮ মার্চ) সকালে র্যাব-৩ এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।
তিনি বলেন, ভোরে মোটরসাইকেল আরোহী ওই যুবককে চেকপোস্টে থাকা র্যাব সদস্যরা থামার সিগন্যাল দেন।
কিন্তু তিনি তা অমান্য করেন। এরপর র্যাব সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কোথা থেকে এসেছিলেন বা কোথায় যাচ্ছিলেন বা তার পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে তার তার ব্যবহৃত মোটরসাইকেলে নেই নম্বরপ্লেট। ফলে সেটির রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা তা জানা যাচ্ছে না, যোগ করেন র্যাব কর্মকর্তা।
আশকোনায় আত্মঘাতী হামলার সঙ্গে এই হামলার যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এসটি/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।